Site icon আলাপী মন

কবিতা- বুকের বেহালায়

বুকের বেহালায়
-অযান্ত্রিক

 


বেঁচে থাকা নিয়ে বিবাদ করেছো,
ভালোবাসা নিয়ে বসেছো মুখমুখি,
দুপারে দু দিকে একলা বাতি ঘর,
কষ্টের হাওয়া চিরকালই মোহনা অভিমুখী।

কাগজে কাগজে ছড়িয়েছো নিজের নাম,
ভাত ঘুমে তবু উঁকি দেয় ওড়না বিলাস।
প্রেমেতে ভেঙেছে কতবার বিড়াল ছানা,
বহুবার এঁটো হওয়া ছলবলে চায়ের গেলাস।

মুঠো করে রেখেছিলে যেটুকু গমের বীজ,
শান্তির কথায় খুঁটে খেয়ে গেছে পায়রার দল।
নিশ্চুপ বেঁচে থাকা নিয়ে বিবাদ করেছো,
গরিব ভালোবাসা বোঝোনি,ওটাই সম্বল।

সকালের বিস্কুট জুড়ে দাঁতের সোহাগ,
রং ছোঁয়া লেগে থাকে না পিরিচ পেয়ালায়।
মহান বোঝাতে সহজেই সাজা যায় নিরো,
আগুনে পুড়ে যেতে যেতে মন ,সুর তোলে ,বুকের বেহালায়।।

Exit mobile version