আর ক’টা দিন
– টিপু সুলতান
আবার দেখা হবে-পৃথিবীর পথে
নতুন করে জন্ম পাওয়া গাছের সঙে
পাখির ডানাওয়ালা হাওয়া
ঘাসের কাছে ঘাসফড়িঙের বারান্দা-
বাবা-সন্তানের আঙুল ছুঁয়ে জুড়ে
যাওয়া নিরাপদ উঠানে-এভাবে…
সাদা হ্রদ-হিম বরফের দেশ-
পানসীভাসা ডাগর চক্ষু কন্যা
তারও মুখোমুখি-নভোগোল
পৃথিবীর ঢেউ নাড়া দেয়-টের পায়-
এই তো মারির ঠোঁট মরহুম অতীত
ঘাই কসা পথ ফেলে শোনা যায়-
নিম গাছের ফিসফিস কথা-উচ্চারণ
সবকিছু শুনি-কান পেতে-হরিণের মতো;
দেখা হবে-পুরোনো স্মৃতি ভেঙে
যারা এনেছিল মারি-ছুরির আদিত্যে-
এই অক্ষয় হাতের তালুতে আঁকা
সাপরেখা টেনে টেনে দেগে যাবে-সঙ,
এই তো আর ক’টা দিন
সব নীরবতা শেষে গাইব যক্ষের গান