কবিতা- কিছু ডাকনাম অঙ্কের স্রোতে

কিছু ডাকনাম অঙ্কের স্রোতে

 -কাজল দাস 

তোকে তুমি বলে ডেকে ফেলি যদি
কেন আকাশকে ছুঁয়ে ফেলে নদী
আমি দিশেহারা বয়সের খোঁজে
তোকে খুঁজে পেতে হারাই নিজেকে
তবু বার বার কেন মনে হয়
আমি সারাদিন ভিজি রোদ্দুরে-
আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে।

বোকা কবিতায় প্রেম নিবেদন
এলোমেলো সব জ্যামিতিক কোণ
কিছু ডাকনাম অঙ্কের স্রোতে
খুব ভয় পায় উঠোন পেরোতে
তবু বার বার কেন মনে হয়
আমি সারাদিন ভিজি রোদ্দুরে-
আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে।

চেনা রাস্তারা ফিরে যেতে চায়
হাতে লেখা চেনা ঠিকানায়
তবু কান্নারা ভিড় করে আসে
জলে ভেজা কোনো অঙ্কের ক্লাসে
তবু বার বার শুধু মনে হয়
আমি সারাদিন ভিজি রোদ্দুরে-
আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে

Loading

Leave A Comment