কবিতা- যন্ত্রের মতো জীবন

যন্ত্রের মতো জীবন
– ঋতুপর্ণা পতি কর

 

 

যন্ত্রের মতো জীবন, দম বন্ধ হয়ে আসা কংক্রীটের শহর,
অস্তিত্ত্বের লড়াইয়ে বিপন্ন আমি, একাকিত্বই এখন আমার দোসর।

সম্পর্কগুলো আজ ভালোবাসাহীন, দায়িত্বভারে বড্ড ক্লান্ত,
রোজনামচায় হারিয়ে যাওয়া “আমি”কে বৃথাই খুঁজে হই পরিশ্রান্ত।

ভালোবাসার অভিনয়ে দক্ষ সবাই, আসল চেহারা লুকানো মুখোশের আড়ালে,
বাইরে থেকে বোঝা দায়,কত রাত জাগা অশ্রুরা রয়েছে মেকি হাসির অন্তরালে।

স্বপ্ন উড়ান ছুঁতে চাওয়া মন‌ আজ বন্দি সোনার খাঁচায়,
ইচ্ছেরা আজ আর মেলে না ডানা, মাঝ পথেই পথ হারায়।

তমশাচ্ছন্ন জীবনে সুখের কিরণ খোঁজার ভাবনা, গর্হিত অপরাধ এই বিবর্তনের ধারায়,
আমার প্রাপ্তি সবই তোমার দয়া মাত্র, তোমার নিজেকে আদর্শ প্রমাণের চেষ্টায়।

সমাজ সংসার কুলমান সব মেয়েদেরই তো রক্ষার দায়,
সবার স্বপ্নপূরণের অঙ্গীকারে আমার “আমি”ই আজ তাই বিলুপ্তপ্রায়।।

Loading

6 thoughts on “কবিতা- যন্ত্রের মতো জীবন

Leave A Comment