Site icon আলাপী মন

কবিতা- কাম্য-শয্যা

কাম্য-শয্যা
– উজ্জ্বল মল্লিক

 

 

নিস্তব্ধ রাত, অদূরে নীরস অশ্বত্থ গাছ,
ডালে বসা গৃধিনীর ঝটপট আওয়াজ,
তলে,স্তরে সাজানো ভয়াল করোটি-বেদিকা,
আমি কবি, অনন্যমনায় ভবিষ্যৎ-দ্রষ্টা।

প্রভাতী সূর্যে কখনও আমি ভিক্ষা মাগিনি,
সোনালী রৌদ্রে দেখি অমোচিত কলঙ্ক-ছাপ,
উষসী,বেলার উষ্মা, সন্ধ্যার মলিন আঁখি,
রাত্রির বিবর্ণ-মুখ লাগে বড়ই করুণ,
স্মৃতির পটে তাই আঁকি শুধুই অন্ধকার।

প্রাণের উৎস-ই যদি এত কালিমা-মাখা,
মৃত্যুর হিমশীতল ছায়া হোক্ কাম্য-শয্যা।

Exit mobile version