কবিতা

কবিতা- প্রশ্ন

প্রশ্ন
– সঞ্জিত মণ্ডল

 

 

প্রশ্ন তুমি কোরো নাকো আর–
যদি চাঁদ ডুবে যায় যাক–
অদ্ভূত আঁধারের গ্রাসে ধ্রুবতারা যদি পড়ে খসে
ছায়াপথ যতদূরে সরে যায় যাক।
কৃষ্ণগহ্বর যদি সব কিছু গ্রাস করে তার,
আলো আর আঁধারের যা কিছু ভ্রুকুটি থাকে থাক
সবকিছু আঁধারেই ডুবে যাবে নাকি?
এক জীবনেই দেখি বারবার কতো অন্ধকার!
কে আছে বাঁচাবে বলো কোথা আছে সে দুনিয়াদার।

অপেক্ষায় থাকি আরবার–
সূর্যোদয়ের ভোর দিগন্তের পার হতে দেখা দেবে নাকি!
বিস্ময়ে তাই জেগে থাকি।
যে মহাসাগর পারে যত আশা ডুবে যেতে দেখি,
বিরহ দগ্ধ দিন অপেক্ষার মায়াজালে
তবু বেঁচে থাকবেই যদি–
ফুরাবে কি চাওয়া পাওয়া আর !
মেরু রেখা আরবার বদলাবে কি?
পৃথিবীর উষ্ণায়ন থেমে যাবে নাকি”
সুশীতল জলবায়ু পাবো কি আবার?

জীবনের যত গান প্রাণ পায় অফুরান
প্রখর দিনের তাপে তা শুকাবে নাকি?
প্রশ্ন তুমি কোরো নাকো আর–
ভালোবাসা যদি দরকার প্রাণে প্রাণ মেলাও আবার।
হাওয়ায় হাওয়ায় প্রাণে সাড়া জাগবে কি?
কেউ ফিরে তাকাবে কি আর?
সময় আসবে যবে দিনকাল পাল্টাবে
সুদিন দুচোখ ভরে দেখবো আবার।
ভয় কেটে ঘুঁচে যাবে সকল আঁধার
এসো করি জয়ধ্বনি তার।

Loading

4 Comments

Leave A Comment

You cannot copy content of this page