নিত্য আসা যাওয়া
– তড়িৎ সেন
শেষ রাতে ঘর ছেড়ে ছোটা
রাত করে ঘরে ফিরে আসা ,
আমি ঠিকা শ্রমিক
নিত্য যাত্রী বনগাঁ লোকাল,
বনগাঁ থেকে কত আরো যায়
আমার সাথে নিজাম, বিভূতি, মনা,
মনার বয়স কত হবে
সুন্দর সুঠাম কিন্তু কালো
ও যেন আমার এঁটুলি
চুপ করে গায়ে লেগে বসে
বললেও কিছুই শোনেনা,
স্বামী তার নিরুদ্দেশ বেশ কিছুদিন
রেখে গেছে একটা বাচ্চা আর শাশুড়িকে,
মনার তিনশ টাকা রোজ
তাই দিয়ে খাওয়া পরা
মেয়েটার দুধ, শাশুড়ির পান
নাহলেই চলে মান অভিমান ,
রোজ রোজ কাজই জোটে না
তাই মনাকে দু’ একশ ধার দিতে হয়
মায়া পড়ে গেছে বড়
মা বৌ তাও বোঝেনা,
আমি আজ হেড মিস্ত্রি
আমারও তো কাজ হলে টাকা
না হলে টাকাইতো নেই,
দিন চলে নিত্য নিত্য
বনগাঁ লোকাল সাথে নিয়ে।