Site icon আলাপী মন

কবিতা- আশাদেবী

আশাদেবী
– মানিক দাক্ষিত

 

 

তুমি আছ বলে আনন্দ সুখ
আছে একটা আগামীকাল,
তুমি আছ বলে ঘুম থেকে উঠে
দেখছি একটা নতুন সকাল।
তুমি আছ বলে ক্লান্ত দেহটা
পাচ্ছে প্রতিদিন নতুন জীবন,
তুমি আছ বলে শরীর সতেজ
ডানা মেলে ওড়ে বিহঙ্গ-মন।
তুমি আছ বলে বখাটে চিন্তা
পারে নাকো এসে আড্ডা দিতে,
তুমি আছ বলে দুঃখ শোকেরা
পারে না ভয়ে মিছিল করতে।
তুমি আছ বলেই রঙীন স্বপ্ন
ভিড় করে কত লক্ষ কোটি,
তুমি আছ বলেই আশা ভরসায়
পাহাড়ে চড়ি, চাঁদেতে হাঁটি।
তুমি আছ বলেই পৃথিবী সুন্দর
কত সাধ জাগে ফাগুন মনে,
তুমি আছ বলেই চাই না মরতে
বাঁচতে চাই এই মুগ্ধ ভুবনে।

Exit mobile version