সূর্যোদয়ের রঙে
-এস ডি সুব্রত
আমি বৃষ্টিতে হাঁটি
কেউ কান্না দেখবে বলে
বেহালার করুণ সুর
শূন্যে মিলায় দূর বহুদূর
গভীরতম বাস্তব বেদনাবোধে
আবেগী সময় কাটে ধৈর্য্যের সীমানা ছাড়িয়ে,
চারিদিকে চঞ্চল জীবনযাত্রা
উদাস আকাশ
আমার বুকে অথৈ জল, নীরবতা
এই প্রথম কারো বিশ্বাসের কাছাকাছি
নিঃশ্বাস নিয়ে বেঁচে থাকি
কারো প্রতীক্ষায় দাঁড়িয়ে থাকি
রোদ কিংবা বৃষ্টি,
কতকাল পরে ঘুমে জাগরণে
ভাসি মেঘনায় ভরা জোয়ারের জলে
ঘিরে ফেলা আঁধার মূহুর্তে
সে জোনাকির আলো জ্বালে
সবুজ ঘাসের শিশির মায়ায়
অবিরাম জড়িয়ে রাখে
বৃষ্টিভেজা বেদনার ভোরে
জাগিয়ে তুলে সূর্যোদয়ের রঙে
যে আছে একজন মনের মুকুরে
দূরে বহুদূরে তবু খুব কাছে।