মনের উজানে সুজানা
-শান্তনু ব্যানার্জী
আকাশ পারিয়ালের অকাল প্রয়াণে মন নাচের স্কুলগুলো ধরে নেয়। বিয়ে করবে না বলেই দিয়েছে। রাতে এক ঘন্টার মতো ছাদে থাকে, সিগারেট টানে তারপর নেমে আসে। বর্ষায় একটা ছাতা। সারাদিনের কাজের পর এটুকুই বিনোদন। চারদিকে তাকিয়ে দেখা বা নিজের সাথে কথা বলা।
বেশ দূরে একটা ছাদে একটা অবয়বকে নড়াচড়া করতে দেখত। দেখতে না পেলে একটা শূন্যতার সৃষ্টি হতো।
পূর্ণিমার রাতে একদিন লোডশেডিং। আলোছায়ায় গ্রিসীয় কিংবা মিশরীয় স্ফিংসের ছড়াছড়ি। একটু আনমনা হতেই মনের পাশে একটা অবয়ব এসে দাঁড়ালো। চাঁদনি রাতে প্রথম মন সুজানাকে সামনে থেকে দেখলো। বাড়ি ক্রোয়েশিয়ায়। প্রজেক্ট শেষ। কাল চলে যাচ্ছে ।
হয়তো যোগাযোগটা ছিল ইথেরিয়াল।