Site icon আলাপী মন

অণুগল্প- সরীরসৃপ

সরীরসৃপ
– অভিজিৎ আচার্য্য

 

 

রোজ ঘুমাতে যাওয়ার আগে সাদা দেয়ালের উপর ফ্ল্যাশ লাইটের আলো ফেলে দেখে নেয় মেয়েটা। ঘরের ভিতরে বসা দু’টো মোটকা টিকটিকির। ঘুমের ঘোরে গায়ে এসে পড়লেই হয়েছে। চারপাশ ভালো করে পরখ করে নিয়ে ঘুমিয়ে পড়ে সে।

অন্ধকার ঘরে জ্বলতে থাকে হালকা নীলচে আলো। অবিরাম ঘুরতে থাকে সিলিং ফ্যানের ব্লেড। টিউবের পাশে ঘাপটি দিয়ে বসে থাকে দুটো জীব। তারা বোঝে সময়। টিউবের আলো নিভে গেলে লকলকিয়ে ওঠে তাদের জিভ। আড়াল সরিয়ে বেরিয়ে আসে দেয়াল বেয়ে। লালচে দু’ চোখে দেখতে থাকে শরীরের উপর খেলা করছে সরীরসৃপ।

Exit mobile version