কবিতা- তুই রোদ্দুর, আমি তোর ছায়া..

তুই রোদ্দুর, আমি তোর ছায়া..

-জিৎ সাহ 

 

 

বুকে আছে ভাষা, অন্তহীন…
নিংড়ে নিচ্ছে রোদ্দুর
আমার কবি হওয়ার যত আশা !
খরস্রোতা বহে চুপিসারে
অন্তসার শূন্যতার পিছে পিছে একান্ত নির্বিকারে।।
বয়ে যায় সময় সময়ের অমোঘ নিয়মে,
যেমনে রোদ্দুর আসলে এসে পড়ে ছায়া।
যেমনে ভালোবাসলে তোকে রয়ে যায় মায়া।।
রয়ে যায় কাগুজে আলাপ !
আর…
আমার ডায়েরীর দুই মলাটের সমাধি হতে থেকে থেকে ডুকরে ওঠা কলমে বিলাপ ,
যার লাগি মুছে যায় একদিন তোকে না পাওয়ার ব্যথা।
তবুও…আজও বুকে বাঁধি আশা
মুখে নাই বা বললাম, কাগজে কলমে বেঁচে থাকুক এই ভালোবাসা..

Loading

Leave A Comment