অণু গল্প

অণুগল্প- চানাচুর

চানাচুর
– সোমনাথ বেনিয়া

 

 

খেলতে-খেলতে বাবার শরীরে মেয়ে অসাবধানতাবশত পেনসিলের শিষ ফুটিয়ে দেয় এবং সেই ক্ষত স্থান থেকে রক্ত ঝরতে থাকে। বাবা মেয়ের এই কর্মকাণ্ডে ভয়ানক রেগে গিয়ে তাকে চড় মারতে উদ‍্যত হতেই মেয়ে ঝরঝর করে কেঁদে ফেলে। এদিকে মেয়ের কান্না শুনে মা ছুটে আসে এবং সমস্ত ব‍্যাপার শুনে রাগে অগ্নিশর্মা হয়ে ওঠে।
এখন সেই বাবা বুঝলো দু-জন মিলে যদি মেয়ের উপর রাগ প্রকাশ করি তাতে হিতে বিপরীত হতে পারে। তাই সে এই পরিবেশকে হালকা করার জন‍্য মেয়েকে কোলে তুলে নিয়ে বললো – ও তেমন কিছু হয়নি। খেলতে গেলে ওরম একটু লাগে।
এই বলে সে হেসে ফেললো। তার হাসি দেখে মেয়ে হাসলো এবং মায়ের‌ও রাগ পড়ে গিয়ে ঠোঁটের কোণায় হাসির রেখা ফুটে উঠলো। এমন সময় সেই বাবা বলে, আমরা এখন চানাচুর, মুড়ি হলেই জমে যাবে।

এই শুনে মা ও মেয়ে দু-জনে অবাক।

তাদের অবাক হ‌ওয়া দেখে সে বলে- কী ভুল বললাম। এই দেখো আমার হাতের রক্ত যার স্বাদ টক। মেয়ের চোখের জল যার স্বাদ নোনতা। তোমার রাগে লাল হয়ে যাওয়া মুখ যা আসলে ঝাল। আর আমাদের তিনজনের হাসি যা হলো মিষ্টি। সুতরাং চানাচুরের স্বাদ হলো কিনা …

Loading

2 Comments

Leave A Comment

You cannot copy content of this page