Site icon আলাপী মন

কবিতা- জীবন মানে

জীবন মানে
– তমালী বন্দ্যোপাধ্যায়

 

 

জীবন মানে ওঠাপড়া, জীবন মানে ছোটা।
জীবন মানে ভালোবাসা, প্রেমের ফুল ফোটা।

জীবন মানে কাজের হিসেব, দায়িত্বের চাপ।
জীবন মানে ভুলের পাহাড়, নেই কোন তার মাপ।

জীবন মানে হিংসা-বিবাদ, লোভের হাতছানি।
জীবন মানে বন্ধুতার, বাড়ানো হাতখানি।

জীবন মানে অনেককিছু,জীবন মানে বাঁচা।
জীবন মানে স্বাধীনতা, খোলা মনের খাঁচা।

জীবন মানে রৌদ্রছায়া, জ্যোৎস্না মাখা আলো।
জীবন মানে ভেসে যাওয়া আরেকটা দিন ভালো।

জীবন মানে অন্ধকারে জোনাক জ্বলা রাত।
জীবন মানে মায়ের আদর,পরম স্নেহের হাত।

জীবন মানে বেঁচে থাকার নিঃশ্বাস-প্রশ্বাস।
জীবন মানে মুক্তির আকাশ- নীলাকাশ।

জীবন মানে দুখের মাঝেও বেঁচে থাকার সুখ।
জীবন মানে হৃদয় জুড়ে দীনবন্ধুর মুখ।

জীবন মানে কাব্য লেখা, জীবনের জন্য।
জীবন মানে ফুরিয়ে যাওয়া, জীবন অনন্য।

Exit mobile version