Site icon আলাপী মন

কবিতা- পারি নতুন সূর্য সকাল দিতে

পারি নতুন সূর্য সকাল দিতে
– অতীশ দীপঙ্কর

 

 

ফুলকি হয়ে জ্বালাও আবার আগুন
অসুখ বৃষ্টি অসহ্য ধারায় ভাসাচ্ছে ফাগুন।
এ ভাবে চলবে না দিন মন কারো ভাল নয়
রাত জেগে দিন গুনছে ভোরের আশায়।
আকাশ-বাতাস কাঁপিয়ে তোলো রক্তরেখা ধরে
গ্রাম শহরে এগিয়ে চলো অলিগলি বেয়ে।
আঠারো’কে লাগাম খোলো ঘোড়সাওয়ারী হয়ে
শেকল খুলে ছুটিয়ে দাও নতুন যৌবনে।
খোলা মাঠে খেলতে দাও বুকচিতিয়ে লড়বে
ছুঁয়ে ফেলুক পাহাড় চুড়া ওরাই তড়তড়িয়ে।
লক্ষকোটি জ্যান্ত লাশে এদেশে ঘুন ধরেছে
বস্তা বস্তা সুদ-আসল জমা-মজুত জাগছে।
ধ্বংসের আওয়াজ উঠছে হল্লা বোল হল্লা বোল
ভাল লাগছে না ওদের পাঠাও বনে বাজিয়ে ঢোল।
যারা রাস্তা রুখছে তারা আপস করে
কোমর বেঁধে এসো কে ঠেকায় তোমারে!
ধরো ধ্বজা সময় এসে থমকে দ্বারে
পারব নতুন সূর্য সকাল দিতে।।

Exit mobile version