Site icon আলাপী মন

কবিতা- হাড়ের গায়ে আলপথ

হাড়ের গায়ে আলপথ
– টিপু সুলতান

 

 

সবকিছু আমার আত্মা, বাড়ির মতো
জেনেছি-টইটই হাওয়ার কাছে-
দালানের চিলেকোঠায় দাঁড়ানো
একজোড়া সাদা পায়রার কাছে
কেবল ভালো লাগে ফিসফিস কথা-

যোগ্যপুরুষ হতে হতে ঘাসের কাছে
জমা রেখেছি-আশ্বিনের শিশির
সাদা বকের পালকে পলকা কুয়াশা
ভিজে থাকা গ্রাম-তারপর শহরগুলোই
এভাবে দেখি-শুনি, শব্দ পসরা
নেমে যাচ্ছে শখের বৈকাল-রোদ্দুর
উড়ে যায় গাছ-পাখি -সন্ধ্যার কাছে

পেছনের প্রাক্তন ডাকে-অথচ ফেরে না
হাড়ের গায়ে ফুঁড়ে ওঠা মাংসগাছ
এই যে,আজ আমার সম্মুখে আলপথ
অনেক দূর যেতে হবে-পেতে হবে
পাঁজর খসা পাখিগুলো-ধানশালিক
ডুবে ডুবে হয়ে ওঠা-হৈম দিগন্ত,
পায়ের সিঁথিকাটা জরায়ু ভেজা দাগ-

Exit mobile version