Site icon আলাপী মন

কবিতা- অব্যক্ত চুপকথা

অব্যক্ত চুপকথা
– অজয় চৌবে

 

 

বলো কিভাবে কেমনে বোঝাবো কাকে?
কিছু এমনও অনুভব আর অনুভূতিও তো থাকে?
গভীর ঘুমের দেশে কিছু উদ্ভট স্বপ্নও থাকে,
যার স্মৃতি খুবই সাময়িক মগজ ধারণ করে রাখে।
বেশ কিছু জটিল রহস্যে এবং প্রশ্নচিহ্নও থাকে,
যার উত্তর ডেকে আনে শুধুই নির্বাক নীরবতাকে।
অজস্র তারাফুল চন্দ্র সূর্যকে মায়াবী মেঘ যেমনভাবে সাময়িক ঢেকে রাখে,
ঠিক তেমনই মনের আকাশ কোণে সাময়িক বেশ কিছু কপট রাগ আর অভিমানও জমাট হয়ে থাকে ।

Exit mobile version