আমি ভাবিনি
– ঋতুপর্ণা পতি কর
আমি ভাবিনি তোমার সাথে দেখা হবে এতদিন পরে,
চেয়েছিলাম ভুলে যেতে, তুমি তো রয়ে গেছে মনের গভীরে।
সময়ের ধুলোয় শুধু চাপা পড়েছিল স্মৃতিগুলো,
দেখে তোমায় সব কেমন যেন হয়ে যাচ্ছে এলোমেলো।
চারিপাশের সবকিছুই গেছে যেন থমকে,
তুমিও কি দেখলে আমায় যাবে খানিক চমকে?
ব্যস্ত ছিলে, না দেখতে পাওনি তুমি,
কিন্তু জানিনা কি করে এত ভিড়েও ঠিক দেখতে পেলাম আমি।
মনে জমা ছিল কত দুঃখ-যন্ত্রণা-অপমান,
ভেবেছিলাম দেখা হলে করব ঝগড়া-অভিমান।
কিন্তু পারছি কই কিছু বলতে,
চাইছে মন তোমার কাছে যেতে,
সরছেনা পা, দূর থেকে শুধুই দেখছি তোমায় দাঁড়িয়ে,
হঠাৎ যেন অনুভূতিগুলো যাচ্ছে কেমন হারিয়ে।
শুধু চেহারাটাই কি বদলেছে?
নাকি মানুষটাও একই আছে?
এখনো কি “তুমি” রয়েছো সেই “তুমি” ,
যে “তুমি”কে ভালোবেসে ছিলাম আমি?
দেখে তো লাগছে সব ভুলে তুমি আছো ভালোই বেশ,
তোমার নতুন জীবনে নেই তো পুরনো ভালোবাসার রেশ।
উথাল পাথাল মনের ভেতর প্রশ্ন জাগে হাজার,
স্মৃতিগুলো ভাসে মনের সামনে ঝাপসা দৃষ্টি আমার।
হঠাৎ ভাঙলো চমক মেয়ের ডাকে,
পাশে এসে দাঁড়িয়েছে কোন ফাঁকে,
চোখের জল মুছে নিয়ে,
মেয়েকে নিয়ে যায় এগিয়ে।
অতীতটাকে সঙ্গে করে,
বর্তমানে এলাম ফিরে ,
স্মৃতিগুলো থাক সযত্নে,
মনের কোনো গোপন স্থানে।
খুব সুন্দর হয়েছে
অসংখ্য ধন্যবাদ 🙏💐
Khub valo laglo.Apurba sailor pariprakash.
অসংখ্য ধন্যবাদ 🙏💐♥️
bhalo hoyeche
অসংখ্য ধন্যবাদ 🙏💐