Site icon আলাপী মন

কবিতা- তাকে বলে দিও

তাকে বলে দিও
– পারমিতা ভট্টাচার্য

 

 

এখন তুমি কার কপালে জলপটি দাও বৃষ্টি প্রবল জ্বরে?
আকাশ, কার চিবুকের নরম তিলে খোঁজো
বকুলের মাদকতা?
আর পাহাড়, কার ঠোঁট ছুঁয়ে অনুভব করো
জলপ্রপাতের বাষ্পাকুল সুর মূর্ছনা?
ওর কানে কানে বলে দিও অরণ্য
এখনও আমি ভিজতে ভালোবাসি,
এখনও আমি গঙ্গার তীরে দাঁড়িয়ে দেখি
গোধূলির মায়াবী অস্তরাগ,
এখনও আমি জানি
চোখের থেকে দূরদৃষ্টি সরে গেলেও
কারও নূপুর পরা পায়ে চুমু খেতে খেতে
আজও কেঁপে ওঠে তার ওষ্ঠ যুগল,
ধূপের মতো অন্তর পুড়ে ছাই হয়ে গেলে
পড়ে থাকে নিঃশর্ত অপেক্ষার
অসহায়, ভগ্ন, নগ্ন স্থাপত্য,
হিউয়েন সাঙ যদিও আমায় কখনও
জীবন ভ্রমণের ইতিবৃত্তান্ত শোনায়নি,
কখনও ইবন বতুতা হাত ধরে চেনায়নি
স্বপ্ন ছোঁয়ার সুড়িপথ
তাই এক জন্ম ভুবনভোলা পথিক হয়ে
অলকানন্দার পথে সেই গভীর সরোবরে ডুব দিতে চাই, যেখানে
পদ্মের বুকের উপর পদ্মরেনু মেখে
গোখরো আর ভ্রমর একসাথে খেলা করে।

Exit mobile version