কবিতা

কবিতা- “ঘুম ভেঙে দেখি”

“ঘুম ভেঙে দেখি”
-সুমিতা পয়ড়্যা

 

 

তুমি আমাকে যে বইটা দেবে বলেছিলে,
যে বইটা শুধুমাত্র আমার জন্য কিনেছিলে–
স্বপ্নে আজ তাকে পেলাম।
বইটা খুলতেই পেলাম বইয়ের সেই নতুন গন্ধটা
কী মিষ্টি, কী মিষ্টি সেই গন্ধ,এক অদ্ভুত অনুভূতি
বইটার পাতায় পাতায় কত কি যে লেখা
বোধগম্য হল না; আসলে মাথাটা ধরেছিল,
তাছাড়া কোনো ছবি নেই যা আমার মনকে কাড়ে,
যা দেখে একমুহুর্তে মিলিয়ে যেতে পারব!
তুমি তো জান ছবিতে আমার কী এক অদ্ভুত আকর্ষণ,
কালো কালো অক্ষরগুলো এগিয়ে আসছিল।
আমি বললাম, এখন তোরা যা, মাথা ধরে আছে
যেদিন ইচ্ছে হবে পড়বো, সেদিন আসিস কেমন!
পাতার পর পাতা এত কি লেখা!
উন্মোচিত হবে কি তা কোনো দিন?জানা নেই
দিগন্তপারের সূর্যের মত আগামী দিন এভাবে আসবে কি না!
পৃথিবী ধ্বংস হবার কালে এত ভাববার অবকাশ কোথায়
বাঁচা-মরা সবই এক কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে,
অঘোষিত উচ্চারণে হাহাকার কান্নায় গেল ঘুম ভেঙে।
আমার কি দোষ;বইটা দিলে কোথায়?পড়বো যে
পেলে হয়ত বা পড়তাম!ভালোই হয়েছে
না হলে স্বপ্নটা এত সুন্দর হত না।

Loading

Leave A Comment

<p>You cannot copy content of this page</p>