Site icon আলাপী মন

কবিতা- মেঘে মেঘে

মেঘে মেঘে
– তড়িৎ সেন

 

 

মেঘে মেঘে সারা আকাশ ছায়
অসময়ে আঁধার আসে নামি
বাজ পড়লো দূরে কোন মাঠে
সূর্যাস্তের সময় নয় তো মোটে,
ত্রস্ত ডানায় উড়ছে দেখো বক
জল ট্যাংকে গুচ্ছ কাকের ঢল
ফিঙেটাও পালিয়ে গেলো কোথা
আকাশপানে আমি চেয়ে রই
এদিক ওদিক মেঘ ছুটছে কোথা,
ঝমঝমিয়ে বৃষ্টি হলো খানিক
ভিজলো জলে সব রাস্তা ঘাট,
গাছগুলো সব ডাকছে হেলে দুলে
এই বৃষ্টি পড়না জোরে হেথা,
জামা আমার ভিজে হলো সারা
তাতেও আমি দাঁড়িয়ে আছি ঠায়,
দেখতে দেখতে সময় বয়ে যায়
সন্ধ্যা হয়ে এলো বুঝি ঐ
আলোগুলো জ্বালতে হবে ঘরে
সন্ধ্যা প্রদীপ জ্বালবে এসে ও
শাঁখ বাজাবে ধূপ জ্বালবে এবার
তুলসীতলা কবেই উঠে গেছে,
উচ্চ অট্টালিকা বসে ভাবে
কোথায় গেলো বিস্তীর্ণ উঠান
কোথায় সেই আম কাঠালের তলা।

Exit mobile version