তোমার সাথে আমিও বন্দী
– মানিক দাক্ষিত
তোমার সাথে আমিও বন্দী
শৃঙ্খলিত লৌহ কারাগারে কালের অধীনে।
দিনের শেষে রাত যায়—কাল কাটে
বিষয়ের আসক্তি ও বিরক্তিতে।
ডানা মেলা শকুনের কড়া দৃষ্টি বাড়ে
স্থূল দেহের চাহিদার তীব্রতায়।
শিমুলের কুঁড়ি থেকে শিমুলই ফোটে;
কাকের বাসায় কোকিলের ডিম ফোটে
পূর্ব সংস্কারের ঐতিহ্য মহিমায়।
অনুকূল রাগে অনুরাগ বাড়ে,
প্রতিকূলতায় ক্রোধ ফাটে…
বাস্তবের অসার সংসারে।
সূর্যের চারদিকে মোহপ্রাপ্তি পৃথিবী ঘোরে
সুখের আবেশে।
দেহসুখ বাড়তে থাকে ক্রমে,
চিন্তা নামে পরিজনের অসুখে বিসুখে।
স্বচ্ছ চোখে পর্দা নামে
মোহমুগ্ধ স্বার্থের পরশে।
কতদিন আর কাটানো যায় অন্ধকার কারায়
শৃঙ্খলিত বন্দী জীবন।
তিলে তিলে সত্ত্বার চরম ক্ষতি
যদি না সত্ত্বার চৈতন্য ফোটাও।