ফেলে আসা শহরে
– এস ডি সুব্রত
যাপিত জীবনে জল জোছনার শহরে
কংক্রিটের চার দেয়ালে ব্যস্ত সময় যাপন
বালি পাথরের শাপলা ফোটে পৌর চত্বরে
শেষ বিকেলের শান্ত সুরমা জলে
হাসি কান্নার মিলিত স্রোতে জলবতী ধারা বহে
গোধূলির আভায় ডুবে যাওয়া লাল রঙে
আচমকা কল্পনা জাগে মনোভূমে
কী কারণে পড়ে আছি হায় হিজলের বাঁকে
মন মজে না কিছুতেই পেয়ারীর প্রেমে,
অনন্য মায়ায় অশরীরি ছোঁয়ায়
অবিরাম ছুটে চলি চাঁদের দেশে
অদেখা প্রেমে নিমজ্জিত হই মোহনার জলে
বড় ইচ্ছে জাগে নব স্বপ্ন সাধে
উড়ে যেতে ফেলে আসা প্রিয় শহরে
কোর্ট ষ্টেশন দোয়াগঞ্জল জসিম মেহেদী
সদালাপী প্রিয় কবি স্বর্গীয় স্বপন রক্ষিত
দর্পণ -মহিউদ্দিন রাসেল এস টি শাহাদাত
কন্ঠ -শাহাদাত শান্ত বেশ মনে পড়ে
সব ছাপিয়ে তবু ইদানিং অনন্য মায়াবী কন্ঠ
ইশারায় নিত্য ডাকে ফেলে আসা প্রিয় শহরে।