কবিতা- মেঘ বসন্ত

মেঘ বসন্ত
– অমিতাভ সরকার

 

 

অনুপমার সময় ছিল
তার এক আকাশ স্বপ্ন ছিল, স্বপ্নের জাল বুনতো।
রামধনুর রঙে রাঙাতো নিজেকে।
অনুপমার নিজস্ব সিঁড়ি ছিল
সেই সিঁড়ি বেয়ে বেয়ে প্রেম ডেকে আনতো।
আনমনে সে প্রেম প্রেম খেলা খেলতো।
অনুপমার নিজস্ব বাগান ছিল
বাগানে নানা রঙের ফুল ছিল, আকর্ষণ ছিল।
নানা রঙিন প্রজাপতি ফুলে ফুলে খেলতো।
অনুপমার এক নদী ছিল
নদীতে কুলুকুলু ছন্দ, পাল তোলা নৌকা ছিল।
নৌকায় বসে রাতে চাঁদের সাথে কথা বলতো।
অনুপমার পোষা হরিণ ছিল
দেখতে সুন্দর ছিল, ছোপ ছোপ গায়ে দাগ ছিল।
তপবনে গিয়ে তার সাথে খেলা করতো।
অনুপমার এক বটগাছ ছিল
বটের ঝুরি ছিল, লাল টুসটুসে ফল ছিল।
চাতালে বসে পাখির ফল খাওয়া দেখে যেত।
অনুপমার এক বাতায়ন ছিল
বৃষ্টির জানালা দিয়ে মেঘ দেখতো।
মেঘের মাঝে এক রাজপুত্রের দেখা পেলো।
অনুপমা সম্পূর্ণ যুবতী হয়ে হারিয়ে গেল।

Loading

Leave A Comment