কবিতা

কবিতা- অক্ষহিনী

অক্ষহিনী
-অযান্ত্রিক

 


বুকের বামপাশে একদলা মাটি জমা আছে,
তার উপর হাড়ের কাঠামো, পাঁজর,
পাশা খেলার গুটি,ছয়ের বদলে ছয়,
চোখের বদলে উরু।
কম্পনের দাবীতে নামকরণ, হৃদপিন্ড।
ভাবুকের পৃথিবী ক্ষত বিক্ষত বহুদিন ধরেই,
কষ্টের থেকে উঠানামার পথ,চিরদিন,
নোনা জলে,রক্তে পিচ্ছিল,তবুও,
বৈধ অবৈধ বিচারের কুর্ণিশ ,অপারক দামী।
বুকের বাম পাশে দুখানা প্রকোষ্ঠ, বন্ধ্যা জমি।
অত্যাচার সহ্য করেও তাকে আমি হৃদয় বলিনি।
মাটির দলার থেকে নিঃসীম ,অসংখ্য গলিপথ,
নীচের দিকে গেছে নেমে জঠরের মোড়,
যকৃৎ চায়ের দোকান ,ভেজাল বক্তা,রোগাকীর্ণ শ্রোতা
অবরোধে বাতিল খাদ্য গতিপথ অথচ সিঁদুর ,
ধুপবাতি, ফুলে রোজ পূজার আয়োজন,প্রেমের প্রসাদ।
অগ্ন্যাশয়, পুকুরের ধারে ব্যাস্ততা সাক্ষী অক্ষহিনী,
বৈদ্যের উপাচারে, তাই তাকে কোনোদিন শরীর বলিনি।

Loading

Leave A Comment

You cannot copy content of this page