কবিতা- মৌনতা

মৌনতা
– পলি ঘোষ

 

 

চেনা ঠোঁটের নির্লিপ্ত হাসি
বীতশোক মুখে সময়ের বৈভব
ভেসে এল মুহুর্তে
দু’চোখের জল
দু’চোখের কথা
এ মনের ব্যথা
এই যে আমার বসে থাকা
সারাটা দিন একলা একা,
জানলা ধারে বাঁশের ঝাড়ে
শন -শন-শন শব্দ করে
কালের বিবর্তনে সাক্ষী আজ
অবোধ সময়
পলে পলে বয়।
নীল কোটরে থামে
নষ্ট সময়…
আবার আমি ফিরে এসে
অথৈ জলে ভেসে
ভাঙলো আমার বুকের পাঁজর
হতাশ অভিসারে
বলে অস্বীকার, মেঘ করে মনে,
গাঢ় অন্ধকার চুপিসারে
হয়তো অধিকার, ছিলো প্রয়োজন,
কারো এমনি চাওয়া, মাতাল হাওয়া ।
মৌনতা বলে গেল কানে কানে
এই তো সেদিন উঠলো যখন ঝড়,
আঁকড়ে তোমায় বাঁচিয়ে নিলাম ঘর।

Loading

Leave A Comment