কবিতা

কবিতা- এবং সময় ঘুরে দাঁড়ালো..!

এবং সময় ঘুরে দাঁড়ালো..!
-সত্য দেব পতি

 

এখন প্রকৃতি বিরূপ,
সময়ের আবর্তে দিণমণি অস্তরাগের রং মেখে পশ্চিমের সাগর তটে মূহ্যমান,
পূবালী বাতাসে মাদুকরি করছে বাদলা বিকেল –
ঈশানী মেঘের গর্ভে টইটম্বুর জলকণা বৃষ্টি হয়ে ভুমিষ্ট হোতে চায় পৃথিবীতে…
জমাটি মেঘ প্রসব বেদনায় করছে আর্তনাদ।

উন্মুক্ত প্রসবদ্বারে চাপানোর চেষ্টা বৈজ্ঞানিক বন্ধন-
খোলামুখ থেকে বেরিয়ে আসা জন্মান্ধ জাতকের ত্রাহিমাং চিৎকার;
কর্ণকুহরে জমায়িত অহংকারী আবর্জনার স্তুপ সেই আকুতি তোমাদের শুনতে দেয় না,
এই বধিরতা বিনষ্ট করেছে তোমাদের মানসিকতা –
নিজের কথা ভাবতে গিয়ে ভুলেছো জীবনের মূল্যবোধ,
নিজেকে সুখি করতে গিয়ে বিস্মৃতির অন্ধকারে ডুবে গেছে মূল্যায়নের আলোক সূর্য।

সকলের সমস্ত দুরাচার সহ্য করতে গিয়ে ধরিত্রী এখন সহ্যগুণ হারিয়েছে,
অত্যাচার, অন্যায়ের বিরুদ্ধে আবারো একবার মেরুদণ্ড সোজা করেছে;
তখন তোমাদের মনে উদ্রেক হচ্ছে জীবন বাঁচাতে শশব্যস্ত-
কি করে বাঁচাবে অমূল্য প্রাণ প্রকৃতির রোষানল হোতে!
হয়তো রাস্তার ধারে স্তুপীকৃত হবে বহুমূল্য সোনার এই দেহ,
ভক্ষ্য হবে মাংসাশী প্রাণীর,
সময় চক্র এখন তোমার বিপরীতে মৃত্যু ভয়ে
তটস্থ আজ সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমান জীব!
এখনো সময় আছে নিজেকে পৃথিবীর সাথে মিশিয়ে প্রকৃতিতে লীন হও
প্রকৃতি তার সমস্ত ভালো বাসা উজাড় করে দেবে তাঁর সর্বশ্রেষ্ঠ প্রিয় জীব মানুষের উপর।

Loading

Leave A Comment

You cannot copy content of this page