শেষের ইচ্ছে
– মঙ্গল মন্ডল
আমার মধ্যে থাকা কাল্পনিক প্রতিভা আজও অপূর্ণ,
উঁকি মেরে লুকিয়ে যায়,পূর্ণ প্রকাশ যেন পেতে চায় না,
লজ্জা তার স্বভাব, তাই আমি আজও
লুকিয়ে, আজও অপূর্ণ, আজও তার
আত্মপ্রকাশ বাকি; হয়তো সারাজীবন
লেগে যাবে, হয়তো ওই মধ্যাহ্নের আগেই
সবাই জেনে যাবে, হয়তো ডান হাত তুলে প্রশ্নের স্বরে- ‘এবার আমি, এবার আমি’
চিৎকারেই বেলা শেষ হয়ে যাবে; আমি
অধরা হয়ে রয়েছি ধরাতলে, ইচ্ছে হয়
ডানা মেলে উড়ে যাওয়ার , শুধু অদৃশ্য বন্ধন
ডানা বেঁধে রেখেছে; যেদিন বন্ধন ভাঙবে
সেদিন সকল দেশের আমি সেই বাতাস হবো,সবার হৃদয়স্পন্দনের মাঝে আমি
থাকব,প্রাণী উদ্ভিদ তথা জীবের সাথী হবো,
আদর স্নেহ ভালোবাসা ভক্তি ছড়িয়ে
সম্পূর্ণ জগত থেকে মুক্তি নেব;
আমি কি পারব ?
আমি কি সেই প্রেমের ধ্বজা ধরে উড়তে পারবো?
পারবো কি জয় করতে?
সবার মাঝে থাকা হিংসা ঘৃণা লোভ
অহংকার দমন করে পারবো কি
মানবিক সমাজ গড়তে?
হ্যাঁ, আমি পারবো,
যদি আমার ভাবনা আমাদের হয়,
তবে পারবো, হ্যাঁ, আমি জিতবো,
আমার মানব ধর্ম যদি আমাদের হয়,
আমি জয়ী হব, আমরা জয়ী হবো,
বাঁচবো ভালোবেসে, মরবো তা দান করে।