সুখকান্নার গল্পরা সব
-সঙ্কর্ষণ
ছিলোনা নাকি সে ছিলো সেই আমাদের ঘরবাড়ি,
শুনেছি সকল মানুষের নাকি থাকা খুব দরকারি?
যারা সব শুধু দান খেলা এ’ধারে হ’লো কী ও’ধারে
কারা ব’লেছিলো থিতানোর মানে এবারে নিজেরা শোধা রে।
মরণেরা জমা হয় যদি ভয় কাকে বলে জানতে
আপন আর পর কে যে ভুলে গেছি খুদকুঁড়োটুকু আনতে।
শোনা যায় অভিশাপ আর পেটে, শ্বাসে চলে দ্বন্দ্ব
বহুভাগে ভাঙা সমাজের শবে উঠে আসে পচা গন্ধ।
দু’বেলাই পেটে ভাত আরো দু’মাসের অধিকন্তু
এ’ছাড়াও কিছু ম’রে বেঁচে থাকে দু’টি পায়ে চলা জন্তু।
আমাদের শেষ সংগ্রাম আর তোমাদের চোখে ‘সেন্টি’…
মহাশ্মশানের দ্বারে লিখে দিও এসেছিলো নাকি ট্রেনটি?