কবিতা- ইচ্ছে ব্যথার কথা

ইচ্ছে ব্যথার কথা
– পারমিতা ভট্টাচার্য

 

 

উঠোন জুড়ে হড়পা প্লাবন তোড়
তছনছ যত অনূঢ়া পংক্তি বিলাস
মুখ মুখোশের রেসের ঘোড়ার নালে
মুখোশ হাসে ছ্যাতলা ধরা অট্টহাস।

অন্ধকারে নির্মাণরা স্তব্ধ, বেবাক
চেনা সুখে আঁচড় কাটে মোহের অসুখ
কোন সূত্রে মেলানো যায় বলতে পারো
হৃদকমলে লালন করা একটি মুখ।

ইচ্ছে ও অনিচ্ছেরা দ্রোহের বশে
দ্রাঘিমা – অক্ষাংশ পরিক্রমা অহর্নিশ
দীর্ঘ যাপন ভুলে যারা আলোর পথে
আত্মাভিমান জানায় তাদের লাখ কুর্নিশ।

শরীর জুড়ে সুখ দিয়ে যায় আগুন পরশ
নিমগ্ন রাতে গল্প শোনায় ইচ্ছে ব্যথা
ঘাটের সিঁড়ি ভাঁটার স্রোতে ক্লান্তপথিক
জারিত শোকে নদীও হয় খরস্রোতা।

জীবন হোক পাতা ঝরার শব্দ শ্রোতা।

Loading

Leave A Comment