Site icon আলাপী মন

কবিতা- জানি তুমি কাছে নেই

জানি তুমি কাছে নেই
– সুনয়না

 

 

জানি তুমি কাছে নেই
তবু দূরে থেকেও কাছে পাওয়ার অভিপ্রায়
শেষ কয়েক মুহূর্তের অপেক্ষায় অগুণতি সেই সময়ে –
জানি তুমি আসবে ফিরে ।
সমুদ্রের ঢেউয়ের মতো
অভিমানী হয়ে বার বার চলে গিয়েও
ফিরে আসি আমি, আমার প্রেমে
তোমায় ভাসাবো বলে।
সেই রাতের নেশা ব্যর্থ করে
ভোরের রক্তিমা আলোকে
নব প্রেম উচ্ছাসিত করে স্বপ্ন দেখাও আমায়।
হে প্রেম –
তুমি ধরা দাও, ধরা দাও আমার প্রাণে
যে প্রাণে আমি ভুলেছি আমার বেদনা।
তুমি সেই প্রেম, যার প্রেমে
নিঃশেষিত হয়েছি আমি।।

Exit mobile version