কবিতা

কবিতা- অচেনা ত্রাস

অচেনা ত্রাস
– সীমা চক্রবর্তী

 

 

এখন সময়টা যেন
ধূসর মৃত্যুর মতো
মলিন অজানা শোকে,
অদৃশ্য প্রখর শক্তি
প্রচন্ড আক্রোশ নিয়ে
কাঁদাচ্ছে আবহকে।

শরীরে পরলোকের ঘ্রাণ
নিবন্ধে উত্তাল সাগর
আতঙ্কের ভাঙছে ঢেউ,
জনপথ ঘুমন্ত সরীসৃপ
দিকবলয়ে শ্মশানের নীরবতা
পথচারী নেই কেউ।

এভাবে আর কতকাল
অজানা অচেনা ত্রাস
থাকবে টুটি চেপে,
বিষাক্ত গরম জিহ্বায়
সর্বত্র লেহন করে
মৃত্যু গেছে মেপে।

চিৎ হয়ে থাকা পৃথিবীটা
অবাঞ্ছিত জঞ্জাল ঝেড়ে
বুঝি পাশ ফেরে,
এখানে বাতাসে পচে লাশ
কাল নাগিনীর হলাহলে
মহাকাল উল্লাসে ঘেরে।

Loading

Leave A Comment

You cannot copy content of this page