Site icon আলাপী মন

কবিতা- প্রিয়তমা তুমি

প্রিয়তমা তুমি
-সমীর হালদার

 

 

তোমাকে ভেবেই হাজারটা বসন্ত কাটাতে পারি এখনো।
তোমাকে ভেবেই হাজারটা বসন্ত কাটাতে পারি এখনো….
অথবা তোমার ছবি এঁকে –
কয়েক হাজার নিদ্রাহীন রাত।
সেদিন বসন্তে সন্ধ্যা নামার আগে
তুমি আমি একা একা হেঁটে গেছি কত পথ কত দূরে দূরে!
তোমাকে ছুঁতে পারিনি কোনোদিনই।
ছোঁয়ার স্পর্ধাও করিনি।
পাছে তুমি উবে যাও কর্পূরের মতো,
অথবা আমি মোম হয়ে গলে যাই তোমার আগুনে!
সেদিন স্রোতের প্রতিকূলে হেঁটে গেলে তুমি।
তুমি আজ অন্য জগৎ,
তুমি আজ অন্য পৃথিবী।
আর নিজের সঙ্গে যুদ্ধ করতে করতে আজ এখানে এসে থমকে দাঁড়িয়েছি আমি।
চাওয়া না পাওয়ার এক অকরুণ জিজ্ঞাসার সীমান্তে।
তবু আজ যদি বল,
স্মৃতির সাগর থেকে খুঁজে আনা হাজারো মুক্তো দিয়ে এখনো তোমাকে সাজাতে পারি
আমার জীবন কবিতার পাতা জুড়ে।
সে কবিতার পান্ডুলিপিতে এতটুকু গোলাপের গন্ধ যদি পাও,
তবে মৃত্যুর পরে চিত্রাবতী নদীর তীরে, আমার জলন্ত চিতার পাশে দাঁড়িয়ে,
দুফোঁটা চোখের জলে তোমার বুকের আঁচল ভিজিয়ে নিও।
পবিত্র হবে আমার ভালবাসা,
পবিত্র হব আমি,
প্রিয়তমা তুমি।

Exit mobile version