সভ্যতার দহন
-সুমিতা পয়ড়্যা
সভ্যতার আষ্টেপৃষ্ঠে যখন লাশের গন্ধ
তখন আমরা অনাঘ্রাত,
অন্তরাত্মা নৈঃশব্দের অনুরণনে;
মহাসৃষ্টির চেতনায় মানবতা বিভোর,
মুখোশের আড়ালে রক্তাক্ত রহস্য মোড়কে
নিপাট নিগূঢ় বাস্তবে অন্তর দহন,
ঘটনার পটে পটে অঙ্কিত চিত্রকল্প
অসহ্যকে সহ্যের সীমায় শীতল আগুনে।
বেদনা-কান্না-হাসি জুড়ে একরাশ স্বপ্ন
বিনিদ্র রাতের অচেনা সুবাসে সভ্যতার কথন।
প্রতিদিন সহ্য করছে অসম্ভবের দহন জ্বালা;
পুড়ছে, অঙ্গার হচ্ছে, কোন এক অরূপ মায়ায়।
জ্বলে পুড়ে খাঁক হচ্ছে আর্ত আকুল স্বরে,
আবেগের ভিড়ে জীবনভর বাঁচার লক্ষ্যে।