আত্মজ্ঞানী
-মাণিক দাক্ষিত
দেহ মন দু’জনেই ভাল বন্ধু
কেউ কাউকে ছাড়ে না।
একের ব্যথায় অন্যের ব্যথা
সহ্য করতে পারে না।
দেহ-সুখে চিত্ত-সুখ
ফুলে ফুলে ভরা।
দেহ-রোগে চিত্ত ভোগে
তাজা যায় মারা।
দেহ আমার চিত্ত আমার
কিন্তু ওরা আমার নয়।
‘আমি’ হলেম আমার আমি
‘আমি’ হলেম ব্রহ্মময়।
আমার দেহ,আমার চিত্ত
নয়তো আমার বশীভূত।
তবে কেন ‘আমার’ বলে
গলা ফাটাও অবিরত!
আমার শুধু ‘আমি’ আছি
নিষ্ঠা নিয়ে জানি এসো।
জানলে হবে আত্মজ্ঞানী
বলবে, জীবে ভালবাসো।