Site icon আলাপী মন

কবিতা- গোধূলি সময়ে

গোধূলি সময়ে
– এস ডি সুব্রত

 

 

চুরমার ভাঙ্গা কাঁচ, অব্যক্ত বেদনা
দুজনার মধুময় , আনন্দ সময়
নিমেষেই হয় যেন, দূঃখ ভারাক্রান্ত
ঘুমে কিবা জাগরণে, সুখ নাহি মেলে
বিষাদের ঘেরাটোপে, ব্যাথা ভরা নীলে
তারা ভরা রাতে যেন, হারাই আঁধারে
বয়ে চলা মোহনায়, শুভ্র স্বচ্ছ জলে
তোমারই প্রতিচ্ছবি, স্বপ্ন হয়ে ভাসে।

ভাবনা যখন শুধু, তোমায় ঘিরে
অবশেষে নিরালায়, মননে মগজে
অনন্য সুখ ভাবনা, গোধূলি সময়ে
নাগরিক কোলাহল, একেবারে ভুলে
পৃথিবীর সব কিছু, ফিকে হয়ে যায়
তুমি আমি মিশে যাই, মোহনার স্রোতে।

Exit mobile version