সোহম্ আনন্দম্
– উজ্জ্বল কুমার মল্লিক
সাবাস রে মন বল না হেসে,
সোজা রাখি শির দ্বিধা না রেখে,
থাক্ না আনন্দে সব-ই ভুলে।
কাল বহে যায় অনবরত,
ইতিহাস হয় সকল-ই যে:
চালাও পানসি ছলাৎ-শব্দে
উঠুক হিল্লোল মহা-আনন্দে।
ঝনক্ বাজুক মনো-দুয়ারে,
মিলন পিয়াসি ভরা অন্তরে:
তৎ ত্বম্ অসি উঠুক ধ্বনি,
মনো -বীনা তারে শাহী-গাম্ভীর্যে।
আনন্দধারায় ভাসুক মন,
নির্মল আলোক প্রদীপ হাতে।
বিদুরিত হোক অজ্ঞান-গ্লানি
দীপিকা-আলোকে, মধুর-সাজে।
আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ..