Site icon আলাপী মন

কবিতা- “দোঁহে একত্রে”

“দোঁহে একত্রে”
– রুনা দেব চৌধুরী

 

 

যখন কহিলে তুমি, ‘দাঁড়াও’
“নয়ন মুদি মম সম্মুখে
হেরিব তোমারে আজি নুতন পলকে”
মুহূর্তেই বক্ষমাঝে করে দুরুদুরু,
কি হেরিবে আমারে আজ নুতন আঙ্গিকে —
আমি তো সেই পুরাতন অন্তসলীলা,
রূপহীন, গুনহীন, বক্ষমাঝে ছিলা,
নীরবে নিভৃতে তব শিরা ধমনীতে,
বয়ে চলে অবিরাম শোণিতধারাতে।
তব হৃদয় মাঝে আছি বিরাজিত,
রহি ঘুমে কখনো বা রহি জাগ্রত,
খুঁজে ফিরি সদা তাই তেমনই হৃদয়,
আনন সহিত যবে চিত্ত কথা কয়।
তবুও কহিলে যবে হেরিবে আমারে,
চাহিয়া দেখো আছি তব অন্তরে।
একবার হিয়া পানে চাও মেলি আঁখি’
দোঁহে একত্রে আছে শুকসারি পাখি

Exit mobile version