কবিতা- শুকপাখি

শুকপাখি

-জিৎ সাহ 

—আজ তুই চুপ কেন?
ভিজে কেন তোর দুই আখি…
কিসের অভিমানে,
আজ মেঘ জমেছে তোর মনের ঈশান কোনে!
বৃষ্টি নামবে বুঝি?
শুকপাখি রে__
যার স্বপনে আজ তুই বিভোর,
সেই কি বিঁধেছে তির তোর
মেঘ ভার-ভার মনে?
শুকপাখি রে—
স্বপ্ন দেখ,
স্বপ্ন দেখা ভালো।
আজও আমি এই দু’চোখ ভরে স্বপ্ন আঁকি।
শুকপাখি–
তোর স্বপ্নেই বিভোর আমি লয়েছে ছিনে মোর ঘুম।
রাত নির্ঘুম
রাত নিঝুম
__বৃষ্টি বাদল,
বৃষ্টি বাদল।
মেঘ গুরু গুরু
বুক দুরু দুরু।
বৃষ্টি বাদল,
অকালে মাদল
___আজি কে বাজাইল রে!
একান্ত নির্বিকারে।
শুক পাখিরে
তুই বুঝবি এখন
তোর মেঘ ভারে ভার ভার মন,
কে করিছে রে…

Loading

Leave A Comment