শুধু প্রেম
– অলোক শীল
আজ শুধু প্রেম জাগে শিহরণ;
মনে শুধু তুমি-তুমি অকারণ।
আজ এ-মনে গোপনে তুমি
আজ এ-গানে স্বপনে তুমি,
আজ শুধু প্রেম জাগে শিহরণ;
মনে শুধু তুমি-তুমি অকারণ।
আজ জানিনা পাগলপারা
শুধু তুমি আর বর্ষধারা,
আজ তোমার চাহানিতে পথহারা
আজ চাই তোমার সাহারা,
আজ শুধু প্রেম জাগে শিহরণ;
মনে শুধু তুমি-তুমি অকারণ।
আজ এ-মন খুব রঙিন
আজ একাকী আমি বিলীন,
আজ ভালোবাসার রংধনু
আজ অবিরাম হই দিশেহারা,
আজ শুধু প্রেম জাগে শিহরণ;
মনে শুধু তুমি-তুমি অকারণ।
আজ মনে মনে স্বপ্ন বুনি
আজ শুধু প্রেম আর তুমি,
আজ নেই এ-মনে পাহারা,
আজ এ-মনে তুমই ধ্রুবতারা
আজ শুধু প্রেম জাগে শিহরণ;
মনে শুধু তুমি-তুমি অকারণ।