কালবৈশাখী
– সুনয়না
বহুদিন দেখা পাইনি তোমার
দেখা পাইনি সেই কালবৈশাখীর যে –
গ্রীষ্মের প্রখর তাপে পরিপূর্ণ হয়ে
শীতল বাতাস বইয়ে দেয়।
যার স্পর্শে শিহরিত হয় সারা শরীর
যার স্পর্শে বেদনা মুক্ত হয়,
মনের ভেতর অজানা বিদ্যুৎ ছলকে উঠে
বিনা মেঘে বৃষ্টিপাত ঘটায় যার স্পর্শে –
তার দেখা পাইনি আমি।
আমি পাইনি সেই গর্জিত মেঘকে খুঁজে
যার গর্জনে চারিদিক কম্পিত হয়,
যার গর্জনে বুক কেঁপে ওঠে।
অঝোরে বৃষ্টি হলে যে আগলে রাখে
আমার ভেঙে যাওয়া জানলা –
আজ সে নেই, নেই সে আমার মনে
যার স্পর্শে আমি বারবার শিহরিত হই
যার গর্জনে আমার বুক কাঁপে,
নেই সে আজ, নেই সেই কালবৈশাখী।।