কবিতা

কবিতা- প্রথম দেখা

প্রথম দেখা
-প্রদীপ সরকার

 

 

প্রথমে তোমাকে দেখে আমি হয়েছি বাকরুদ্ধ,
তবুও আমার দু’চোখের মনি কোঠায় রেখেছিলাম অবরুদ্ধ,
পূর্ণিমার রাতে তুমি নদীর প্লাবন,
অমাবস্যা রাতেও তুমি তেমনই উজ্জ্বল।
নদীর ঢেউয়ে তুমি রয়েছো অবিচল।
পাহাড়ের শৈলচূড়ায় দেখি তোমার আদল।
কৃষ্ণচূড়ায় গাছের তলায় আমি তোমার অপেক্ষায়,
সময় গড়িয়ে আমার মন হয় চঞ্চল।
আমার চোখের জলে যেন না ভেজে তোমার আঁচল।
একদিন গোধুলিতে হাসিমুখে দাঁড়িয়ে ছিলে রাধাচূড়া তলে,
উদ্ভাসিত হলো মন দোয়েল কোয়েল কোকিল গানে,
তখনই তোমায় আমি জীবন সঙ্গী করলাম মনে প্রাণে।

Loading

One Comment

  • Anonymous

    দেখা হওয়ার চিন্তা ভাবনা খুব অন্যরকম লাগলো বেশ নতুনত্ব আছে।

Leave A Comment

<p>You cannot copy content of this page</p>