Site icon আলাপী মন

কবিতা- ভাবনা

ভাবনা
– সঞ্জয় বন্দ্যোপাধ্যায়

 

 

এমন কোন ভাবনা খুঁজে পাও?
যে ভাবনাতে ভাবনা তুমি নও।
তোমার বাড়ি তোমার গাড়ি
তোমার আপনজন,
তাদের নিয়ে ভাবতে কেবল
ব্যস্ত তোমার মন।
শোনোনি কি তাদের কথা
ভাবনা যাদের বিলাসিতা,
সারা দিনের বাঁচা মড়ায়
ভাবনা লুকায় মুখ।
ভাবনা তোমার চুরি করে,
একটু দিলে তাদের তরে,
মিলবে তোমার হৃদয় ভরে
আনন্দ আর সুখ।
এমন কোনো বেঁধেছ কি গান,
যার সুরেতে মাতবে হাজার প্রাণ।
কিংবা তোমার গানের ভাষা জুড়ে
প্রেম ফুল পাখি চাঁদ আসে ফিরে ফিরে।
বাঁধো যদি এমন সুর,
দুরের মানুষ ভুলিয়ে দুর,
আসে হৃদয় মাঝে।
জানবে তবেই গান বেঁধেছ,
সেই রাগেতে সুর সেধেছ,
যে সুর প্রাণে বাজে।
এমন পথে চলার স্মৃতি জাগে?
শেষে কি তার জানতো না কেউ আগে।
মশাল হাতে তুমিই দিলে পাড়ি,
তোমার পিছে মানুষ সারি সারি ।
মুছিয়ে আঁধার রাতের কালো,
পথ দেখালো তোমার আলো,
দেখলে অবশেষে,
পথ হারানো মানুষ যত,
তোমার ছোঁয়ায় ভুলিয়ে ক্ষত,
গেল মানস দেশে।

Exit mobile version