কবিতা- পাতায় পাতায় শোক

পাতায় পাতায় শোক
– পারমিতা ভট্টাচার্য

 

 

বৈশাখী রাতে কাগজের নৌকা ভাসাই
কলমের আদরে সেজে ওঠে কাগজ
স্তাবকের স্তুতিবাক্যে মেতে ওঠে মন
তোমার বিহনে ব্যর্থ শিলাইদহের সাজগোজ।

আমিত্বে মোড়া শূন্য অচলায়তন
মেকি উপঢৌকনে চর্বিত হয় স্তব
বাসি মালা বাৎসল্য খোঁজে আবক্ষ মূর্তিতে
আসছে বৈশাখের ঝাঁপিতে তোলা থাক সব।

পাতায় পাতায় লিখি কবিতা রাশি
দিনে দিনে জন্ম নেয় অহংকারের স্তূপ
অন্ধকারে বাঁচি তবু তোমাকেই আকঁড়ে ধরে
জীবনের শেষে দেখি সফলতার অবাঙমুখ।

বদ্ধ খিড়কি পেরিয়ে চৌকাঠ ছোঁয়া মানা
আতঙ্কের রেললাইন সিঁধ কাটে কুঁড়ে ঘরে
অকাল দিনে ঝরে গেল কত ক্ষুধা, তৃষ্ণা
এপিডেমিক এরা’য় তাই রবিজ আবহ বহু দূরে।

আসছে বৈশাখ,আবার সাজবে রবির সুরে সুরে।।

Loading

Leave A Comment