Site icon আলাপী মন

কবিতা- ভুল

ভুল
-সুমিতা পয়ড়্যা

 

 

মূল্যহীন জলেই তৃষ্ণা মেটে
জলবিহীন তৃষা জাগে কেমনে!
জলেরই অপর নাম জীবন
তৃষ্ণায় আসে মরণ।

মরণের পরে সব ভালো লাগে
বেঁচে থাকতে নয়
নিঃশ্বাস তো সবাই নেয়
মূল্য কজনে দেয়!

ভালোবাসা আজ মূল্যহীন
অহংবোধে আমি
পরার্থবোধে সব ভুল
স্বীয় বিশ্বাস অনেক দামী।

জলের কোনো মূল্য নেই,
মৃত্যুর কোনো মূল্য নেই,
ভালোবাসার কোনো মূল্য নেই;
বিশ্বাস যখন ভুলেই ভরা
তখন তাকে বোঝাতে পারবে কে
ঐ মহাশূন্যের ঈশ্বর ছাড়া!

অদৃশ্য লোকে হাতড়ায় যারা
আত্মকেন্দ্রিকতার ঘোরে
সত্যিকারের মানুষ যেথায়
পায় না খুঁজে চোখ বন্ধ করে।

তারাই আবার বড়াই করে
মানবতার গান গায়
হায় রে সমাজ কি বিচিত্র সাজ
লজ্জাহীনের কি বোধগম্যের দায়!

ভুলে ভরা জীবনে আজ কতই না রং
কোনটাতে কত মূল্য কিচ্ছুটি জানা নেই
বিশ্বাসের ঘরে মিথ্যার ফাঁদ, ভুল দিয়ে গাঁথা
মূল্যটা সে জানবে কেমনে; সত্যিটাতে সব ফাঁকা।

Exit mobile version