Site icon আলাপী মন

কবিতা- রক্তশূণ্য চোখে

রক্তশূণ্য চোখে
– এস ডি সুব্রত

একদিন যদি যাই, এ ভূবন ছেড়ে
অচেতন দেহখানি , মিলায় শূণ্যেতে
অবিনাশী আত্মা মোর, ঘুড়ে চারপাশে
অবিচল চোখ দুটো, অপলক দেখে
অনন্ত অসীম প্রেমে , নেবে তুমি চিনে
মরে গিয়েও দেখব , রক্তশূন্য চোখে
যদি তুমি কষ্ট পাও, হারাব অলক্ষে
জ্বালাব না কোনদিন, সুখ কেড়ে নিতে।

যে হৃদয় জ্বলে জ্বলে, হয়ে গেছে ছাই
নিবিড় চুম্বনে তবু, ভালবাসা চাই
অশরিরী আত্মা তবু, খুঁজে নিশিদিন
তুষার জড়ানো শীতে, উষ্ণ আলিঙ্গনে
আরো কাছাকাছি এসে, ছুঁয়ে যাব শেষে
অবাক তোমার ঠোঁটে, উর্ধ্বলোকে ভেসে।

Exit mobile version