কবিতা- কোথায় খুঁজছো সুখ

কোথায় খুঁজছো সুখ
– মানিক দাক্ষিত

 

 

কোথায় খুঁজছো সুখ ?
চারদিকে শুধু দুখ।
আগে হও আত্মমুখ,
পাবে তাহলে স্বর্গসুখ।

জন্ম থেকে শুধু চাই,
থাকলেও আরও চাই।
বলো শুধু কোথায় পাই,
চাহিদার শেষ নাই।

বিষয়ের বিষয় বিষে
জড়িয়েছো অক্টোপাসে,
শুধু খোঁজো সুখ কিসে;
নেশা তাই হাড়ে-মাসে।

কামনার আগুনে পুড়ে
যেদিন তুমি হবে ছাই,
সে-দিন দেখবে তুমি
ত্যাগ আছে, ভোগ নাই।

সব তখন হবে মিথ্যা
সত্য শুধু আমার আমি,
জ্ঞান-চক্ষু খুলে গিয়ে
তখন তুমি অন্তর্যামী।

Loading

One thought on “কবিতা- কোথায় খুঁজছো সুখ

  1. আন্তরিক ধন্যবাদ প্রিয় সাহিত্য পরিবারকে

Leave A Comment