কবিতা- তেমনই আছি

তেমনই আছি
– তমালী বন্দ্যোপাধ্যায়

 

 

আমি এখনো যেমন ছিলাম তেমনই আছি, জানো?
এখনো একটু অভিমানে চোখ ছলচ্ছল জল।
যদিও অভিমানের কে আর তেমন দাম দেয় বলো?
তবুও আমি কাঁদি।
একটু খুশীর ছোঁওয়ায় কিন্তু রোদ ঝলমল হাসি।
ভুল বুঝোনা- এখনো আমি কম কথাই ব’লি।
চুপচাপ থাকাই আমার স্বভাব।
কথা বলতে গিয়ে এখনো হই থতমত।
সাবধানী হই, কথা দিয়ে কাউকে আবার দুঃখ দিলাম না’তো!
সবুজ মাঠে শিশির ঘাসে পা ফেলাতেই সুখ।
তেমনি করেই সুখ খুঁজে দেয় নীল আকাশের পাখী।
জানো, অবাক হয়ে এখনো আমি আকাশটাকেই দেখি।
আর দেখি আনমনে ওই নীল সায়রের জল।
ওর কাছেই লুকিয়ে রাখা দুঃখ ভোলার ছল।
আজও সকাল হ’লে, ঘুম ভেঙে এক রাজকন্যা জাগে।
নিজেকে তখন নিজেরই কেমন অচেনা লাগে।
এখনো স্বপ্ন দেখি দু’চোখ ভরে।
এখনো গান গাই, বৃষ্টিকুঁচি মাখি।
এখনো মনে ফোটে হাজার গোলাপ।
এখনো আমি তেমনি আছি,জানো?

Loading

Leave A Comment