Site icon আলাপী মন

কবিতা- প্রেম তুমি

প্রেম তুমি
– অমিতাভ সরকার

 

 

তোমার জন্য সাজানো নিজেকে,
দর্পণে দেখা বারবার।
তোমার জন্যই পলাশ হাসে,
শিমুলের রং লালে লাল।
তোমার জন্যই বৃক্ষের সাজগোজ,
বায়ু বয় স্নিগ্ধ সকালে।
তোমার জন্যই শুধু পূর্ণিমা রাত,
রজনীগন্ধা সুবাসে মাতে।
তোমার জন্যই গাঁদা ফোটে,
শুভকামনার ব্রত নিয়ে।
তোমার জন্যই কুহু কুহু ডাক,
সবে বলে মধুমাস।
তোমার জন্যেই আবির ওড়ে,
রঙিন হয় চারিধার।
তোমার জন্যই ভুঁইচাঁপা ফোটে,
বাগানে বাগানে ফুলের সাজ।
তোমার জন্যই ভ্রমর আসে,
প্রজাপতি ভাসে নানা শোভায়।
তোমার জন্যই দখিনা বাতাস,
মন করে চঞ্চল।
তোমার জন্যই কৃষ্ণচূড়া দোলে,
রাধাচূড়া হয় মোহময়।
তোমার জন্যই বসন্ত বৃষ্টি,
শঙ্খধ্বনিতে মধুময়।
তোমার জন্যই ওষ্ঠে স্বেদবিন্দু,
চৈত্রের দুপুর হয় অসহায়।
প্রেম তুমি এক বিচিত্র মোহ,
বসন্তের রঙে তোমার ব্যঞ্জনা।

Exit mobile version