কবিতা

কবিতা- বিপ্লব

বিপ্লব
সঞ্জয় কুমার মুখোপাধ্যায়

 

 

বিপ্লব এমনিতে সহজে আসে না,
টিফিনে কলেজের ক্যান্টিনে টেবিল বাজিয়ে নয়।
পাড়ার মোড়ে দাঁড়িয়ে শেখানো কপচানোতে নয়,
ক্লাবের মাতব্বর হয়ে শিখিয়ে পড়িয়ে
গণসঙ্গীত গেয়ে দিলেও নয়!

বিপ্লব কোনদিন আসেও নি,
এভাবে আসবেও না।
পূজোর সময় মাও সে তুং বই বেচাকেনা,
ঘরে ঘরে কৌটো নিয়ে লিফলেট বিলি করা
সবসময় বিপ্লব মেরেছে!

পৃথিবীর ইতিহাসে সাক্ষী…
বিপ্লব আসে দৈন্যতায়,
সমষ্টিবাদ নিয়ে সাম্যের ভাবনায় !
একটা স্যাঁতসেঁতে ঘরের চালা ফুটো হয়ে,
সারা ঘর জলে ভেসে গেলে মনের আঙ্গিনায়।

বিপ্লব আসে সারাদিন পর দুবেলা খেতে না পেলে,
ঘরে বাইরে রোজ গনতন্ত্রের ধর্ষণ হলে !
বিপ্লব আসে খিদের তাড়নায় পেটের জ্বালা উঠলে।

স্বাধীনতা এতগুলো দিন শুধু দিচ্ছে,
ছোট মাঝারি সাইজের এক একটা বাঁধন
তাই বেশকিছু মনে জাগছে তুষের আগুন।

বিপ্লব আসে সাগরের ঢেউকে সাথে করে,
নোনা বালির সমুদ্রতটে পায়ে হেঁটে ফিরে।
বিপ্লব আসে লালমাটির পোড়া গরমে বারুদের গন্ধে,
অন্ধকার হতে আলোর দিকে পথ চলাতে।

Loading

2 Comments

    • সঞ্জয় কুমার মুখোপাধ্যায়

      অশেষ ধন্যবাদ 🌹 আমার আন্তরিক শুভেচ্ছা জানাই।

Leave A Comment

You cannot copy content of this page